
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর দুলালপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুলালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক জনসাধারণের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মন্জুর এলাহী। তিনি অনুষ্ঠানে অংশ নিয়ে দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনায় দোয়ায় শরিক হন।

শনিবার বিকেলে দুলালপুর ইউনিয়নের একটি উন্মুক্ত স্থানে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা, সামাজিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মন্জুর এলাহী বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছেন। তাঁর রুহের মাগফেরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল একটি মানবিক ও ধর্মীয় উদ্যোগ।”
আয়োজকরা জানান, জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে দেশনেত্রীর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা এখনো অটুট রয়েছে।
শান্তিপূর্ণ পরিবেশে দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :