Facebook Twitter Instagram YouTube

দুলালপুর ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জানুয়ারি ৮, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ /
দুলালপুর ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শিবপুর প্রতিনিধি:

নরসিংদীর দুলালপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুলালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক জনসাধারণের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মন্জুর এলাহী। তিনি অনুষ্ঠানে অংশ নিয়ে দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনায় দোয়ায় শরিক হন।

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

শনিবার বিকেলে দুলালপুর ইউনিয়নের একটি উন্মুক্ত স্থানে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা, সামাজিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মন্জুর এলাহী বলেন,

“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছেন। তাঁর রুহের মাগফেরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল একটি মানবিক ও ধর্মীয় উদ্যোগ।”

আয়োজকরা জানান, জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে দেশনেত্রীর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা এখনো অটুট রয়েছে।

শান্তিপূর্ণ পরিবেশে দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।