Facebook Twitter Instagram YouTube

যারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বলছে তারা আদৌ কী রাস্তা তৈরি করবে- সারোয়ার তুষার


Md. Zubaer Hossain প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ /
যারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বলছে তারা আদৌ কী রাস্তা তৈরি করবে- সারোয়ার তুষার

 

ওমর ফারুক, নরসিংদী ।

নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল মহাসড়কের অসম্পূর্ণ ডাঙ্গা-ঘোড়াশাল ৮ কিলোমিটার মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এই কথা বলেন।

 

তিনি আরো বলেন, ‘রাস্তা জীবন মান উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিদিন কয়েকহাজার মানুষের চলাচল এই রাস্তা দিয়ে। অথচ রাস্তাটি বাস্তবায়ন করতে একটি চিহ্নিত মহল বাঁধার প্রাচীর দাড় করিয়েছে। সেটা আপনারা সবাই জানেন, তারা কারা? রাস্তার বাজেট হয়ে আছে শুধুমাত্র কাজ ধরাটা বাকি। কাজ না ধরলে বাজেটের টাকা উঠিয়ে নেয়া হবে। পরে দীর্ঘ সময় আর রাস্তা হবেনা। আমরা এই রাস্তা নিয়ে রাজনীতি করছিনা। আমাদের দ্বারা যা সম্ভব তা করছি।

আপনারা দেখেছেন, ঘোড়াশালে সাদ্দাম বাজারে রেলওয়ের জায়গা হতে ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ করেছে। আলোচনা করে তা বন্ধ করছি, তারগাছের কারণে মসজিদের উন্নয়ন হচ্ছিল না। আমরা এটা বিনা টাকায় সরিয়েছি। শ্মশানে বিদ্যুৎ ছিলনা তাও বিনা টাকায় করে দিয়েছি। এই রাস্তা কেন আটকে থাকবে? কেন নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে? রাস্তার সাথে নির্বাচনের কী সম্পর্ক! যারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বলছে তারা আদৌ কী রাস্তা তৈরি করবে?

 

নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল মহাসড়কের অসম্পূর্ণ ডাঙ্গা-ঘোড়াশাল ৮ কিলোমিটার মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৪ শে অক্টোবর সকালে ডাঙ্গা ইউনিয়ন পূবালী বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠিতব্য মানববন্ধনে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ যুক্ত হয়ে রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন। এলাকার জনসাধারণের সাথে উপস্থিতি হয়ে মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংহতি জানান।

 

বিষেশ করে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন ইউনিয়ন জামাত নেতা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজ।

 

মানববন্ধনে এলাকার ভুক্তভোগী জনসাধারণ, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।