Facebook Twitter Instagram YouTube

সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ এবং সাঁতার প্রতিযোগিতা


admin প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ /
সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ এবং সাঁতার প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ এবং সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ এর পুকুরে ্এ প্রতিযোগিতা হয়।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় বালকদের তৃণমূল পর্যায়ে সাঁতারের গুরুত্ব তুলে ধরা এবং প্রতিভা অন্বেষণের লক্ষ্যে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান এবং সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এঁর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।

জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সাঁতারুদের উদ্দ্যেশ্যে বলেন, জীবন বাঁচাতে সাঁতারের কোন বিকল্প নেই। এটি শুধুমাত্র একটি ক্রীড়াই নয়, এর মাধ্যমে শরীরের অঙ্গপ্রত্যঙ্গের সঠিক বিকাশ সাধন করা সম্ভব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মোহাম্মদ আবু তালেব, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি, প্রশিক্ষকবৃন্দ এবং ক্ষুদে সাঁতারুদের অভিভাবকবৃন্দ।
বিভিন্ন বিদ্যালয়ের ৩৫জন বালক এর হাতে প্রশিক্ষণের সমাপনী সনদ তুলে দেয়া হয় এবং প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় ভিত্তিতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।