
শিবপুর প্রতিনিধি:
শিবপুরে বিএনপি নেতাদের রোগমুক্তি ও মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর দ্রুত রোগমুক্তি ও শিবপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রয়াত বাবুল মোল্লার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বাদ আসর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইটাখোলা বাসস্ট্যান্ডে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার,
শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হাসান বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহেদুজ্জামান সাহেদ, উপজেলা ওলামা দলের সহ-সভাপতি হাফেজ আব্দুল কাইয়ুম ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাছুম মোল্লা, পুটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ডা. জাকির হোসেন গাজী, উপজেলা জাসাসের আহ্বায়ক এস. এম. আরিফুল হাসান, সদস্য সচিব মাহবুব খান আকাশ, পুটিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মশিউর রহমান বশিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে মনজুর এলাহীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে সদ্য প্রয়াত শ্রমিক দল নেতা বাবুল মোল্লার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।
আপনার মতামত লিখুন :