
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে ইসকনের বিরুদ্ধে তানযীমুল মাদারিসিল কওমিয়ার বিক্ষোভ মিছিল
আজ শুক্রবার (২৪ অক্টোবর)
জুমার নামাজ শেষে নরসিংদী তানযীমুল মাদারিসিল কওমিয়া সদর শাখার উদ্যোগে ইসকনের (ISKCON) বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নরসিংদী পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চত্বর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন তানযীমুল মাদারিসিল কওমিয়া নরসিংদী জেলা শাখার সভাপতি ও হেফাজতে ইসলাম নরসিংদী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শওকত হোসাইন সরকার।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা শওকত হোসাইন সরকার বলেন, “ইসকন নামের এই সংগঠন ইসলাম ধর্ম ও মুসলমানদের অনুভূতিতে আঘাত হানছে। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা হোক।”
এসময় আরও বক্তব্য রাখেন দারুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মুফতি নুরুল হুদা, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা ইসমাইল ভাওয়ারি, মুফতি মাসুম বিল্লাহ মাহমুদী সহ প্রমুখ ওলামায়ে কেরাম।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুফতি রফিকুল ইসলাম।
বিক্ষোভ মিছিলে অংশ নেন নরসিংদী জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
মিছিল শেষে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
আপনার মতামত লিখুন :